চলে গেলেন বেহালা বাদক ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন মিয়া

বিশিষ্ট বেহালা বাদক এবং বাংলাদেশ বেতার-টেলিভিশনের সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন মিয়া (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতলে ইন্তেকাল করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন।
আলাউদ্দিন মিয়ার গ্রামের বাড়ি বিক্রমপুরে। তিনি একমাত্র ছেলে, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি মসজিদে জানাজা শেষে আলাউদ্দিন মিয়ার মরদেহ তাঁর গ্রামের বাড়ি বিক্রমপুরে দাফন করা হবে বলে জানিয়েছেন একমাত্র ছেলে নাজমুল হাসান মিঠু।
দেশবরেণ্য এই বেহালা শিল্পী ও সঙ্গীত পরিচালকের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আলাউদ্দিন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফিরাত কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন, সুরকার ও সঙ্গীত পরিচালক শাহিন সরদার।