বিসিএস প্রিলিমিনারি সকালে নয়, বিকেলে

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৬ মার্চ শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি কর্মকমিশনের আগের ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষাটি ওই দিন সকাল সাড়ে ৯টায় হওয়ার কথা ছিল।
আজ শনিবার সরকারি কর্মকমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।