ভ্যাটবিরোধী বিক্ষোভ অব্যাহত, কঠোর হওয়ার হুঁশিয়ারি
শিক্ষা খাত থেকে পুরোপুরি ভ্যাট প্রত্যাহার করা না হলে ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রাজধানীর বিভিন্ন স্থানে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের সময় তাঁরা এ হুঁশিয়ারি দেন। urgentPhoto
ভ্যাট প্রত্যাহারের দাবিতে তিনদিনের ধর্মঘটের প্রথম দিনে রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও মিছিল-সমাবেশ করেন। বেলা ১১টার দিকে ধানমণ্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে মানববন্ধন পালন করেন শিক্ষার্থীরা।
মানবন্ধনে শিক্ষাকে মৌলিক অধিকার উল্লেখ করে কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের পরিবর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাট দেবে—সরকারের এমন আশ্বাসে তাঁরা সন্তুষ্ট নন।
দুপুর ১২টার দিকে কলাবাগান এলাকায় স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও একই দাবিতে মিছিল করেন। বিক্ষোভ করেছেন মোহাম্মদপুরের ওয়াল্ড ইউনির্ভাসিটির ছাত্রছাত্রীরাও। মোহাম্মদপুর থেকে মিছিল নিয়ে ধানমণ্ডির ৩২ নম্বর ঘুরে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্থানে এসব কর্মসূচির সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
এদিকে, একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ দুপুরে সিলেট স্থানীয় শহীদ মিনারের সামনে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ ছিল।
অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।