তেল ডিপোতে ‘নাশকতার পরিকল্পনাকারী’ শিবির নেতা আটক

তেল ডিপোতে হামলার ‘পরিকল্পনাকারী’ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর কমিটির এক নেতাকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর শিবিরের মানবসম্পদ সম্পাদক মো. এনামুল কবিরকে (৩১) আটক করে পুলিশ। এ সময় চট্টগ্রাম শিবিরের সদস্য সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. মোস্তাফা (২৮) ও চট্টগ্রাম মহানগর শিবিরের সাথী মুশফিক আবরার মাহিনকে (২০) আটক করা হয়।
আজ শনিবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ সাংবাদিকদের সামনে তাঁদের হাজির করে। পরে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাকিম আদালত এনামুল কবির ও মো. মোস্তাফার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ১৪৪ ধারায় জবানবন্দি শেষে মুশফিক আবরার মাহিনকে কারাগারে পাঠান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শাহ্ মো. আবদুর রউফ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করেন, ২০-দলীয় জোটের ডাকা অবরোধ সফল করতে কেন্দ্রের নির্দেশে শিবির নেতা এনামুল কবির গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে আসেন। পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে হামলাসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে বন্দরনগরী অচল করে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। এ জন্য গত ১৩ ফেরুয়ারি থেকে বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাদের সাথে তিনি কয়েক দফা বৈঠকও করেছেন।
এসব গোপন বৈঠকের আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার। তিনি আরো জানান, এনামুলের বাড়ি বাগেরহাট জেলার কচুয়ায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ও ঢাকা আইন কলেজ থেকে এলএলবি করেছেন।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার প্রকৌশলী মো. হাসান বলেন, ‘বিপিসির তেল ডিপো উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে শিবির নেতা এনামুল ঢাকা থেকে চট্টগ্রাম এসেছেন-এই গোপন সংবাদের ভিত্তিতেই আমরা অভিযান চালিয়েছি।’
বিকেলে পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন হাকিম আদালতে এনামুল কবির ও মো. মোস্তাফাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক সৈয়দ আশফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।