জবি শিবিরের সভাপতিসহ ৪১ জন কারাগারে
রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আটক ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিলনসহ ৪১ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
আজ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যায় শাখার সভাপতি রায়হান উদ্দিন মিলন ও বিজ্ঞান কলেজ শাখার সাধারণ সম্পাদক কামরুল হায়দারসহ ১৪ জনকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেই সঙ্গে বাকি ২৭ আসামিকে মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
অন্যদিকে গ্রেপ্তার নেতা-কর্মীদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান রিমান্ড ও জামিনের উভয় নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল শুক্রবার গোপন বৈঠক চলাকালে ফার্মগেট এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। পরে তেজগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করেন উপপরিদর্শক (এসআই) আজাহার আলী।