গরু ব্যবসায়ীকে অচেতন করে টাকা ছিনতাই

সাতক্ষীরায় গরু কিনতে আসা চার ব্যবসায়ীকে অজ্ঞান করে তাঁদের ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা এ ঘটনার জন্য হানিফ পরিবহনের সুপারভাইজারকে দায়ী করেছেন।
এ ঘটনার ভুক্তভোগীদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে হানিফ পরিবহন কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন মো. আবদুল হালিম, মো. নুরুন্নবী, কালা মিয়া ও মো. ইসরাফিল। তাঁদের সবার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায় বলে জানিয়েছেন তাঁরা।
গরু ব্যবসায়ী আবদুল আলিম এনটিভি অনলাইনকে জানান, তাঁরা চার ব্যবসায়ী শুক্রবার বিকেল ৫টায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের একটি নৈশকোচে চড়েন। রাতে তাঁদের সঙ্গে গাড়ির সুপারভাইজারের পরিচয় ও খাতির গড়ে ওঠে।
একপর্যায়ে ব্যবসায়ীরা সুপারভাইজারকে কোরবানির গরু কেনার উদ্দেশে সাতক্ষীরায় আসার কথা জানান। সুপারভাইজারও এ ব্যাপারে তাঁদের সহায়তা করবেন বলে আশ্বাস দেন। আবদুল আলিম আরো জানান, ওই পরিবহনকর্মী বন্ধুত্বের সুবাদে তাঁদের নাশতা করান। এর পর আর কোনো কথা তাঁর মনে নেই বলে জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে জ্ঞান ফিরে নিজেকে সাতক্ষীরা হাসপাতালে আবিষ্কার করেন। এর পর দেখেন, সঙ্গে থাকা ১২ লাখ টাকাসহ তাঁদের চারটি মোবাইল ফোন লাপাত্তা।
অসুস্থ গরু ব্যবসায়ীরা দাবি করেন, এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে হানিফ পরিবহনের সুপারভাইজার। তাকে গ্রেপ্তার করলে আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানান তাঁরা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করার কথাও জানান আবদুল আলিম।