ভ্যাট প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপ করা মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে আবারো রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন সড়কে অবরোধ, বিক্ষোভ মিছিল, সমাবেশ কর্মসূচি পালন করছেন তাঁরা। আজ রোববার পঞ্চম দিনের মতো ভ্যাটবিরোধী আন্দোলন চলছে।urgentPhoto
সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন সড়কে একযোগে বিক্ষোভে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজকের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
ধানমণ্ডির ২৭ ও ৩২ নম্বর, রামপুরা ব্রিজ, বনানী, কাকলী রোড, মিরপুর সড়ক, গুলশান ২ নম্বর চত্বর, মহাখালী ব্র্যাক ইউনিভার্সিটি, বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা হাউস বিল্ডিং ও আশুলিয়া-সাভার মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনরতরা। তবে অসুস্থ রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্স ও যানবাহন চলাচল করতে দেখা গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কয়েকটি জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে আমরা এরই মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠিয়েছি। কিন্তু এখনো এর কোনো জবাব পাইনি। আজকের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’ এই শিক্ষার্থী জানান, রাজধানীতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী আজকের এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেননি। বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার (এডিসি) মো. জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সড়ক ছেড়ে বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে বলা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পার্লামেন্টে পাস হওয়া ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করে সরকার।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে কয়েকবার জানানো হয়, শিক্ষার্থীদের ওপর কোনো ভ্যাট আরোপ করা হবে না। এই ভ্যাট সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মালিকদের দিতে হবে।
এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একই কথা জানিয়ে বলেন, ভ্যাট প্রত্যাহার করা হবে না।