যশোর বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন যশোর জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে যশোর জিলা স্কুল মিলনায়তনে জাতীয় পার্টির সম্মেলন শুরু হয়। এ সম্মেলনের শুরুতে জাহাঙ্গীর আলম চঞ্চলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দেন।
সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি এইচ এম এরশাদ। পরে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম সরু চৌধুরীর সভাপতিত্বে আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবুল প্রমুখ।