মাগুরায় গোলাগুলিতে ‘ডাকাত’ নিহত

মাগুরায় দুই দল ডাকাতের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তার নাম বাসার বিশ্বাস (৪০)। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।
গতকাল শুক্রবার মহম্মদপুর উপজেলার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে রামপুর মাঠে দুই দল ডাকাতের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে গোলাগুলির খবর পেয়ে মহম্মদপুর থানার টহল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে পুলিশ একজনের গুলিবিদ্ধ মৃতদেহ, চারটি গুলি ও চারটি রামদা উদ্ধার করেছে।
পরে খোঁজখবর নিয়ে জানা যায়, নিহত বাসার মহম্মদপুর উপজেলার বিল্লপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার হিসাবে পরিচিত। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।