মাছ ধরতে গিয়ে সাপের ছোবল, ছাত্রের মৃত্যু

ধানক্ষেতে জমে থাকা পানিতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের শিকদারপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মো. বিপ্লব (১৬)। সে শিকদারপাড়ার মাগুরা দোলাপাড়া আলিম মাদ্রাসায় পড়ত। আগামী বার তার দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মো. বিপ্লব গ্রামের বাড়ি শিকদারপাড়ায় ধানক্ষেতে জমে থাকা পানিতে আজ ভোরে মাছ ধরতে যায়। এ সময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। ঘটনার পরপর স্থানীয় কবিরাজের শরণাপন্ন হলে তার অবস্থার অবনতি হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে রংপুরের কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।