বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বাবা-ছেলের

চাঁদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে একসঙ্গে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত বাবা-ছেলে হলেন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামের তপদার বাড়ির মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০) ও তাঁর ছেলে সায়েম তপদার (২৩)। আব্দুর রব তপদার ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাঁর তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় যুবক মেহেদী হাসান নীরব জানান, বাড়ির কাছে রেললাইনের পাশের জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। পাশের আকতার তপদারের দোকানে নেওয়া বিদ্যুতের তার ছিড়ে জমিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ছেড়া তারে আব্দুর রব তপদার জড়িয়ে কাতরাতে থাকলে একটি মেয়ে তাঁর ছেলে সায়েমকে বিষয়টি বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে বাবাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের জমি থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, ‘আমার বোনজামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
বাবা-ছেলের মরদেহ পারিবারিক সিদ্ধান্ত হলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলেও জানান শাহ আলম।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের হাসপাতালে আনার পর পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলে ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে পারবে।