মেহেরপুরে গাংনী থানা কাবাডি দল চ্যাম্পিয়ন

মেহেরপুর জেলা পুলিশ আয়োজিত পুলিশ সুপার কাবাডি লিগে গাংনী থানা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী থানা কাবাডি দল মুজিবনগর থানা কাবাডি দলকে ৪৩-৩০ পয়েন্টে পরাজিত করে।
প্রথমার্ধের খেলায় মুজিবনগর ২৪-২১ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক গাংনী ২২ পয়েন্ট অর্জন করলেও মুজিবনগর পায় মাত্র ছয় পয়েন্ট। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার হামিদুল আলম।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল।
পুলিশ সুপার হামিদুল আলম বলেন, এ লিগ থেকে সেরা কাবাডি খেলোয়াড় বাছাই করে মেহেরপুর জেলা দল তৈরি করা হবে। তারা আগামী মাসে খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় কাবাডি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের লিগে জেলার ছয়টি দল অংশ নেয়। বিপুল দর্শক খেলাটি উপভোগ করে।