খুলনায় গুলি করে একজনকে হত্যা, একজন গুলিবিদ্ধ

খুলনা মহানগরীর রূপসা ঘাটে কামরুজ্জামান সুমন (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মো. আল আমিন (১৮) নামের এক পথচারী গুলিবিদ্ধ হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের মুখপাত্র এডিসি সোনালী সেন।
নিহত সুমন রূপসার নতুন বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে। এলাকায় মাদক ব্যবসার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে করে ছয়-সাতজন যুবক রূপসা ঘাটে গিয়ে সুমনকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে। গুলি তাঁর শরীরের বিদ্ধ হলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। এ সময় মো. আল আমিন নামের এক পথচারী গুলিবিদ্ধ হন। দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সুমনের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নিহতের স্বজনরা। তাঁদের আহাজারিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের ঘাড়ে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আল আমিন নামের এক পথচারী আহত হয়েছেন।