টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের তারিখ বদল

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (নিক)। সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর এ আসনে আগামী ১০ নভেম্বর ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নিক। এর আগে এ আসনে উপনির্বাচনের জন্য ২৮ অক্টোবর দিন ঠিক করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে নিক সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী, ১১ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, মনোনয়নপত্র বাছাই হবে ১৩ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২১ অক্টোবর।