কিশোরকে দোকানে আটকে পেটাল মাদকাসক্তরা

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ঝালকাঠি সদর উপজেলায় এক কিশোরকে দোকানে আটকে রেখে মাদকসেবীরা নির্যাতন করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের গুদিঘাটা বাজারে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার মো. রায়হান আহম্মেদ (১৩) গাভারামচন্দ্রপুর ইউনিয়নের দক্ষিণ ভারুকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ওই এলাকার নেসার উদ্দিনের ছেলে। তাঁকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রায়হান গুদিঘাটা বাজারে এলে একটি দোকানের ভেতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে হাত-পা বেঁধে ফেলে স্থানীয় মাদক ব্যবসায়ী মামুন, সোহাগ, কামাল ও হাকিম। পরে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।
এ সময় ওই কিশোরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। তখন হামলাকারীরা পালিয়ে যায়।
কিশোরের মা মেহেরুনেছা বেগম অভিযোগ করেন, মামুন ও তার সহযোগীরা এলাকায় মাদক বিক্রি করত। রায়হানের বাবা নেসার উদ্দিন এতে বাধা দেন। এ নিয়ে মাদক বিক্রেতারা তাঁর ওপর ক্ষিপ্ত ছিল। এর জের ধরে রায়হানের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা করা হবে বলে জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পুলিশ হাতে পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।