‘কারাগারের ভেতর মামলা পরিচালনা করা অযৌক্তিক’

কারাগারের ভেতর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা করা অযৌক্তিক বলে মনে করেন দেশের অন্যতম সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। সংবিধানকে সময়োপযোগী করতে প্রয়োজনে কমিশন গঠনের ওপরও জোর দেন তিনি।
গণতন্ত্র, সংবিধান ও বিচার বিভাগকে রক্ষার্থে জাতীয় ঐক্য এবং ঐক্যবদ্ধ আন্দোলনের কথাও বললেন প্রবীণ এই আইনজীবী। আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলণায়তনে আয়োজিত মতবিনিময় সভায় ড. কামাল এসব কথা বলেন।
দেশের গণতন্ত্র, সংবিধান, বিচার বিভাগ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এতে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. কামাল হোসেন। কথা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে বিচার প্রসঙ্গে।
ড. কামাল হোসেন বলেন, ‘জেলখানায় আদালত। এগুলো অ্যাবসার্ড। এগুলো কেন করা হয়? অস্বাভাবিক কোনো কিছু কেন করতে হবে? আমাদের সংবিধানে আছে অর্ডিনারি আইন অনুযায়ী বিচার হবে, অর্ডিনারি আইন হিসেবে শাস্তি হবে। এক্সট্রা অর্ডিনারি কেন করতে হবে? কোন কারণে জেলখানার ভেতরে এতগুলো নাটকীয় জিনিস করতে হবে?’
স্বাধীনতার ৪৬ বছর পর বর্তমান প্রেক্ষাপটে সংবিধানে যে ঘাটতি আছে তা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান কামাল হোসেন।
ড. কামাল বলেন, ‘ড. কামাল হোসেন। সংবিধানের ৪৬ বছর পরে নিশ্চয়ই আমরা অভিজ্ঞতার আলোকে বলতে পারি এরমধ্যে আরো কিছু সংশোধন করা দরকার, সংযোজন করা দরকার।’
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যে রায় দিয়েছেন তা চিরস্মরনণীয় হয়ে থাকবে বলেও মনে করেন এই সংবিধান প্রণেতা। অসাংবিধানিকভাবে প্রধান বিচারপতি এস কে সিনহাকে অপসারণ করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।