কার ভুলে কে দেয় মাশুল!

‘আমার স্বামী লেখাপড়া জানেন না, তিনি কখনো ঢাকায়ও যাননি, অথচ ইংরেজিতে সই করা চেক জালিয়াতির এক মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
আজ শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরা শহরের লস্করপাড়া মহল্লার গৃহবধূ সানজুয়ারা খাতুন।
সানজুয়ারা বলেন, তাঁর স্বামীর নাম হাফিজুল ইসলাম, বাবার নাম মকছেদ কাগুজী। পুলিশ যাকে খুঁজছে তাঁর নাম হাফিজুর রহমান, বাবার নাম মোকছেদ আলী, কাটিয়া। তাঁদের লস্করপাড়ার পাশেই কাটিয়া এলাকা।
সানজুয়ারা অভিযোগ করে বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে পুলিশ তাঁর বাসায় হানা দিয়ে তাঁর কাঠমিস্ত্রি স্বামী হাফিজুল ইসলামকে ধরে নিয়ে যায়। এ সময় তিনি তাঁর নাম হাফিজুর রহমান নয়, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে জানানোর পরও পুলিশ কোনো কথা শোনেনি।
সানজুয়ারা বলেন, পরদিন সকালে তাঁরা সাতক্ষীরা সদর থানায় গিয়ে জানতে পারেন তাঁর স্বামীকে আদালতে চালান দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ তাঁকে বলেছে, ‘আদালতে প্রমাণ করে আসুন, এ হাফিজুল সে হাফিজুর নন।’ এর পর থেকে তাঁর স্বামী বিনা দোষে কারাভোগ করছেন।
সানজুয়ারা খাতুন বলেন, তাঁর কাঠমিস্ত্রি স্বামীর আয়ে সংসার চলত। তিন ছেলেমেয়ে ও বৃদ্ধ শ্বশুর-শাশুড়িসহ কয়েকজনের সংসার তাঁর ওপর নির্ভরশীল। গ্রেপ্তারের পর থেকে তাঁর সংসার অচল হয়ে পড়েছে। এ ছাড়া মামলা চালানোর মতো আর্থিক ক্ষমতাও তাঁর নেই। সানজুয়ারা অবিলম্বে তাঁর স্বামীর মুক্তি দাবি করেন।
সানজুয়ারা দাবি করেন, ঢাকার এবি ব্যাংক থেকে প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে দেওয়া যে চেকটির কথা বলা হয়েছে তাতে তাঁর স্বামীর স্বাক্ষর থাকতেই পারে না। কারণ তাঁর স্বামী লেখাপড়া জানেন না, ইংরেজিতে স্বাক্ষর করা দূরের কথা।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।