মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি

প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আজ শনিবার পরীক্ষার্থীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি : এনটিভি
ফরিদপুরে মেডিকেল কলেজে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ শনিবার বিকেলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানায় তারা।
গতকাল শুক্রবার সারা দেশে একযোগে মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে জেলার শত শত ছাত্রছাত্রী অংশ নেয়।