মেহেরপুরে যুবদল নেতা আটক, ‘অস্ত্র উদ্ধার’

মেহেরপুর শহরের কলেজ মোড় থেকে গতকাল রোববার রাতে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহম্মেদকে (৩০) আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি : এনটিভি
মেহেরপুর শহর থেকে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহম্মেদকে (৩০) আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের কলেজ মোড় থেকে রাজনকে আটক করা হয়। তিনি শহরের বোসপাড়ার জমসেদ আলীর ছেলে।
আজ সোমবার সকালে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) মীর মেজবাহুর দারাইনের নেতৃত্বে একটি দল রাজনকে আটক করে।
‘এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।’
ওসি আরো জানান, রাজনের নামে মেহেরপুর সদর থানায় পুলিশের ওপর হামলাসহ হাফ ডজন মামলা রয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।