‘বিদেশি মোড়লদের প্রেসক্রিপশনে তাঁরা এক হয়েছেন’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘যাঁরা নির্বাচন করলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, সেই জামানত বাজেয়াপ্তকারী ওই কামাল হোসেনরা আজ এক হয়েছেন।’
নানক আরো বলেন, ‘বিদেশি মোড়লদের প্রেসক্রিপশনে তাঁরা এক হয়েছেন।’
আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শহরে আয়োজিত কর্মিসভায় এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক। সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে।
নানক বলেন, ‘এই বাংলাদেশে যদি শেখ হাসিনা পুনর্বার ক্ষমতায় আসতে পারে তাহলে এই বাংলাদেশকে বিশ্বের বহু মোড়ল দেশ রক্তচক্ষু দেখাতে পারবে না। সে কারণে বিদেশি মোড়লদের প্রেসক্রিপশনে তাঁরা আজকে এক হয়েছেন। দাবি করেছেন নির্বাচনের আগে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। তারপর নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করতে হবে। তাহলে কী হবে? ভূতের সরকার কায়েম হবে।’
নানক আরো বলেন, ‘২১ সে আগস্টের গ্রেনেড হামলার মামলার রায় হবে ১০ অক্টোবর। সেই আতঙ্কে আছেন? কি রায় হবে বাংলাদেশের মানুষ জানে। কারণ বাংলাদেশের মানুষ জানে ২১ আগস্ট ২০০৪ সালে কারা শেখ হাসিনার ওপরে গ্রেনেড নিক্ষেপ করেছে।’ সেই আতঙ্কে আছেন বিএনপি। এর কারণেসব ফেলে দিয়ে ফখরুল ইসলাম আলমগীর কামাল হোসেন ও মঈনুল হোসেনের নেতৃত্বে এক হয়েছে।’
সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল নেতাকর্মী ওই কর্মিসভায় অংশ নেয়।