‘জেনে রাখুন আমি আগের মতোই আছি’

নিজ জন্মভূমি মিঠামইনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘আপনারা হয়তো ভাবেন আমার মধ্যে পরিবর্তন এসেছে। কিন্তু আপনারা জেনে রাখুন আমি আগের মতোই আছি। বিশ্বের বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, কিন্তু হাওরবাসীকে কেউ অবমূল্যায়ন করবে এমন কোনো কাজ করিনি। এমনকি দেশের বিন্দুমাত্র অসম্মান হয় এমন কাজ কখনো করিনি।’
আজ বুধবার নিজ জন্মভূমি মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, ‘আমি কখনো ভুলিনি আমি একটি কৃষক পরিবারের ছেলে। আমি আমার শেকড়কে ভুলতে পারব না। যারা শেকড় ভুলে যায় তারা ভালো মানুষ হতে পারে না। ৭০ সাল থেকে রাজনৈতিক জীবনে আমি অনেক কিছু সহ্য করেছি এবং আপনাদের ভালোবাসা ও ভোটে এমপিও হয়েছি। তারপর ডেপুটি স্পিকার, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং পরপর দুইবার রাষ্ট্রপতি হয়েছি। আপনারা হয়তো ভাবেন আমার মধ্যে পরিবর্তন এসেছে। কিন্তু আপনারা জেনে রাখুন আমি আগের মতোই আছি। বিশ্বের বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, কিন্তু আপনারা হাওরবাসীকে কেউ অবমূল্যায়ন করবে এমন কোনো কাজ করিনি। এমনকি দেশের বিন্দুমাত্র অসম্মান হয় এমন কাজ কখনো করিনি।’
শুধু জাতীয় নির্বাচনে নয়, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব পর্যায়ের নির্বাচনে ভালো মানুষকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘যে প্রার্থী সৎ ও অন্যায়ের সঙ্গে আপস করেন না আগামী নির্বাচনে তাদের বেছে নিন।’
রাষ্ট্রপতি বলেন, ‘যে দলকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে, সেই দলকেই ভোট দিয়ে বিজয়ী করতে হবে। কোনো চোর, বাটপারকে আপনারা ভোট দেবেন না। যারা নিজেদের আখের গোছাতে এমপি, মন্ত্রী হয় তাদের অন্তত ভোট দেবেন না।’
মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুস সাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এম এ আফজলসহ স্থানীয় নেতারা।
দুপুর আড়াইটায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হেলিকপ্টারযোগে মিঠামইন অবতরণ করেন। পরে তিনি উপজেলা পরিষদ ডাকবাংলোয় গার্ড অব অনার গ্রহণ করেন। ডাকবাংলোয় কিছুক্ষণ অবস্থান শেষে তিনি মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩৩ থেকে ৫১ শয্যায় উন্নতিকরণসহ মোট ছয়টি প্রকল্পের উদ্বোধন করেন।
সন্ধ্যার পরে তিনি ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে’ স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন।