সমাবেশের নামে সন্ত্রাস সহ্য করা হবে না : নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সহ্য করা হবে না। তিনি শুক্রবার দুপুরে মাদারীপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, যে কারোরই সভা-সমাবেশ এবং কথা বলার অধিকার আছে। তবে সমাবেশের নামে যদি কেউ সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে, তাহলে তা কোনোক্রমেই সহ্য করা যাবে না। সরকারও জনগণের নিরাপত্তার স্বার্থে এ ধরনের সমাবেশ মেনে নেবে না। এ জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
নৌমন্ত্রী এ সময় জাতীয় ঐক্য প্রক্রিয়াকে সমালোচনা করে বলেন, ঐক্যের নামে তারা মানুষের গণতন্ত্রের অধিকার হরণ করছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
পরে মন্ত্রী রাজৈর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনসহ নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।