মামলাজট কমাতে বিকেন্দ্রীকরণে জোর প্রধান বিচারপতির

সারা দেশে প্রায় ২৮ লাখ মামলার জট কমাতে বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
আজ রোববার ময়মনসিংহে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মনোভাব ব্যক্ত করেন। এর আগে প্রধান বিচারপতি আইনজীবীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। এ দিন তিনি ময়মনসিংহের আদালত ও বিচারিক প্রক্রিয়াও সরেজমিন পরিদর্শন করেন।
প্রধান বিচারপতি বলেন, অন্য জেলার তুলনায় ময়মনসিংহে সমস্যা কম। আমি নিজে বেশ কিছু আদালেত গিয়ে কিছু পুরাতন মামলা দেখেছি। এগুলা যত দ্রুত নিষ্পত্তি করা যায় সে নির্দেশনা দিয়ে যাব। যাতে জনগণের কষ্ট না হয়।
‘আমি চাই বিকেন্দ্রীকরণ। সব মামলা যাতে সুপ্রিম কোর্টে চলে না যায়। সারা দেশের ২৮ লাখ মামলাই যদি ঢাকার ১০০ জন বিচারেকের কাছে চলে যায় তাহলে তো মামলা জটের দিকে যাবে।’
পাবলিক স্বাক্ষী আনার ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ প্রশানসকে চাপ দিচ্ছেন উল্লেখ করে প্রধান বিচারপতি এ সময় পুরাতন মামলা নিষ্পত্তি করার জন্য আইনজীবীদেরও সহযোগিতা কামনা করেন।
এরই মধ্যে নিজ জেলা সিলেট থেকে আদালত ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সেই কাজ ঈদের পর পর শুরু হবে। সিলেটে যদি কাজটি ত্রুটিহীনভাবে হয়ে যায়, তার পরই পাইলট প্রকল্প হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের মতো বড় জেলাতেও চালু করা হবে।
মতবিনিময় সভায় আইনজীবী নেতারা বিচারক স্বল্পতায় মামলাজট বৃদ্ধি, আর্থিক সংকটের ফলে আইনজীবী ভবন নির্মাণ বাধাগ্রস্ত হওয়া, ল্যান্ড সার্ভে ট্র্যাইবুনাল মামলা নিষ্পত্তিতে অধিক সময়ক্ষেপণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের দাবি জানান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হকের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এ নজমুল হুদা, আলহাজ এম জুবেদ আলী, এ এইচ এম খালেকুজ্জামান, আনিসুর রহমান খান, ওয়াজেদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান প্রমুখ।