চিকিৎসক সংকটের মধ্যেই উদ্বোধন হলো ২৫০ শয্যার হাসপাতাল

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আটতলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
নতুন এই হাসপাতাল ভবনে থাকছে সাতটি ওয়ার্ড, ১৫টি কেবিন ব্লক, পাঁচটি অপারেশন থিয়েটারসহ আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ ব্যবস্থা।
তবে বর্তমানে ১০০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৫০ শয্যারও চিকিৎসক নেই। ৫০ শয্যার হাসপাতালে ২১ জন চিকিৎসকের পদ থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৩ জন। বিপুল সংখ্যক চিকিৎসক সংকটের মধ্যেই উদ্বোধন করা হলো ২৫০ শয্যার নতুন এই ভবন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আনিসুর রহমান, গণপূর্ত বিভাগ রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক জিল্লুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস।