পলিথিন থেকে জ্বালানি তেল, গ্যাস ও ছাপার কালি উদ্ভাবন!
প্রকৃতির জন্য পলিথিন একটি বড় ধরনের হুমকি, কারণ তা মাটিতে মেশে না। সেই অপচনশীল পরিত্যক্ত পলিথিনকে পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করার অভূতপূর্ব এক পদ্ধতি আবিষ্কার করেছেন জামালপুরের তৌহিদুল ইসলাম। শুধু তাই নয়, দীর্ঘদিনের গবেষণায় পলিথিন ধ্বংসের পাশাপাশি তা থেকে জ্বালানি তেল, গ্যাস ও ছাপার কালি উৎপাদনের কৌশল আবিষ্কার করে রীতিমতো সাড়া ফেলেছেন তিনি।
তৌহিদুলের বানানো বিশেষ একটি চেম্বারে পলিথিন ঢুকিয়ে উচ্চমাত্রার তাপে গলানো হয়। পরে সেটি থেকে বিশেষ পদ্ধতিতে আলাদা করা হয় জ্বালানি তেল, গ্যাস ও ছাপার কালি। পলিথিন ধ্বংসের বিশেষ এই পদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ এরই মধ্যে তৌহিদুল সরকার এটুআই প্রকল্প আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছেন দেশসেরা উদ্ভাবকের খেতাব। জাতীয় পরিবেশ পদক ছাড়াও মালয়েশিয়া আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশ নিয়ে পেয়েছেন স্বর্ণপদক।
পলিথিন থেকে জ্বালানি তেল, গ্যাস ও ছাপার কালি উদ্ভাবক তৌহিদুল ইসলাম। ছবি : এনটিভি
তৌহিদুল চান তাঁর এই উদ্ভাবন দেশের কাজে লাগুক। নিজের উদ্ভাবন সারা দেশে ছড়িয়ে দিয়ে দেশকে জ্বালানিসমৃদ্ধ ও দূষণমুক্ত করার স্বপ্ন দেখছেন তিনি।
তৌহিদুল বলেন, ‘পলিথিন পুড়লে সেখান থেকে কালো ধোঁয়ার সৃষ্টি হয়, যা পরিবেশের জন্য বড় একটা ক্ষতি। আর এটাকে মাটিতে পুঁতে দিলেও পচে না। এখান থেকে আমার পলিথিনটাকে পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করার একটি প্রক্রিয়া আবিষ্কারের চেষ্টা করি।’ নিজের উদ্ভাবনের পেছনের গল্প বলতে গিয়ে এভাবেই বলেন তৌহিদুল।
নিজের প্রত্যাশা প্রসঙ্গে তরুণ এই উদ্ভাবক বলেন, ‘আমার এই মেশিনটাকে যদি আমি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে হয়তো বাংলাদেশে পলিথিনের যে একটি হুমকি, সেই হুমকি থেকে মুক্ত হয়ে আমরা পলিথিনটাকে একটা সম্পদে পরিণত করতে পারব।’
তৌহিদুলের অসাধারণ এ উদ্ভাবনে খুশি তাঁর জেলা জামালপুরের মানুষ। তাঁরা আশা করছেন, তৌহিদুলের এ উদ্ভাবন সারা দেশে ছড়িয়ে দিতে সরকার সহায়তার হাত বাড়াবেন।
এ প্রসঙ্গে পরিবেশ বাঁচাও আন্দোলনের জামালপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, ‘আমরা জামালপুরবাসী গর্বিত, আনন্দিত। আমরা সরকারের কাছে দাবি করব, যাতে এ প্রজেক্ট—পলিথিন থেকে তেল উৎপাদন, এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়। তাহলে দেশবাসী উপকৃত হবে।’
এদিকে এর মাঝেই তৌহিদুলের নতুন এই উদ্ভাবন কার্যক্রম পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম ও প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, ‘এটা আরো কীভাবে বড় করা যায়, কীভাবে জামালপুরের সব পলিথিনকে এখানে এনে স্বাস্থ্যসম্মতভাবে, পরিবেশসম্মতভাবে এটাকে ডিসপোজাল করা যায়, সে ব্যাপারে ভাবনা-চিন্তাসহ দেশব্যাপী এর সুফল ছড়িয়ে দিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।’