বৈষম্যের হার দুশ্চিন্তার কারণ: অর্থমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/10/04/photo-1538660855.jpg)
রাজধানীতে আয়োজিত এক প্রদর্শনীতে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি : এনটিভি
দেশে দারিদ্রের হার কমলেও বৈষম্যের হার বৃদ্ধি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার রাজধানীতে ‘বিআইএফএফএল গ্রিন অ্যান্ড পিপিপি কনভেনশন অ্যান্ড এক্সপো'র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা দারিদ্রের হার কমিয়েছি কিন্তু আমার মনে হয় বৈষম্য সে হারে কমে নি।’ তিনি আরো বলেন, ‘উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা হলেও বৈষম্য দূর করতে প্রতি বছর দুই শতাংশ হারে প্রবৃদ্ধি প্রয়োজন।’
অর্থমন্ত্রী বলেন, ‘দেশ থেকে দারিদ্র দূর করতে অবকাঠামো খাতে উন্নয়নের বিকল্প নেই।’
দেশে ভারসাম্যপূর্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব প্রযুক্তির সম্প্রসারণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড’ (বিআইএফএফএল) এই প্রদর্শনীর আয়োজন করেছে।