জামালপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক চালককে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার মালির চর মণ্ডলপাড়ার মসজিদের পাশের ঝোপ থেকে পুলিশ ওই চালকের লাশ উদ্ধার করে।
নিহত নূর আলী (২২) বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামের সদর আলীর ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাসিনুর রহমান এনটিভি অনলাইনকে জানান, সকালে লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, চালক নূর আলীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।