বেনাপোলে ১৬টি সোনার বারসহ আটক ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/22/photo-1442921347.jpg)
যশোরের বেনাপোল বাসস্ট্যান্ড এলাকা থেকে এক কেজি ৬০০ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ হানেফ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক সোনার মূল্য ৭০ লাখ টাকা বলে দাবি করেছে বিজিবি।
ভারতে পাচারের সময় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বেনাপোল বাসস্ট্যান্ড এলাকা থেকে হানেফ আলীকে আটক করা হয়। আটক হানেফ আলীর বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেশ কিছু সোনার বার নিয়ে এক চোরাকারবারী বেনাপোল বাসস্ট্যান্ড থেকে সীমান্তের দিকে যাবে। এ সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। পরে যুবককে আটক করে বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে তাঁর পায়ের স্যান্ডেলের মধ্যে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ১৬টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার বাজার মূল্য ৭০ লাখ টাকা বলে তিনি দাবি করেন।
আটক হানেফ আলীকে জিজ্ঞাসাবাদ শেষে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে থানায়।