‘অশুভ তৎপরতাকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে’

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অশুভ তৎপরতাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিতভাবে রুখে দিতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি আশা করেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরো সুসংহত হবে।
শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে বঙ্গভবনে এ সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, ‘দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি আবহমান বাংলার সামাজিক উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ উৎসবে এ সময় মেতে ওঠে, তাই এ উৎসব সার্বজনীন।’
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বলেন, ‘মানবতাই ধর্মের শাশ্বত বাণী। তাই ধর্মের রীতিনীতি মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণেও আমাদের এগিয়ে আসতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, ‘স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং উন্নয়ন প্রক্রিয়াকে বারবার বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছে। দেশ আজ উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সব অশুভ তৎপরতাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিতভাবে রুখে দিতে হবে।’
শারদীয় দুর্গোৎসবের সফলতা কামনা করে অগ্রযাত্রায় শামিল হতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।