খুলনা-২ আসনে নৌকার প্রচারে শেখ সালাহউদ্দিন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে নৌকার মনোনয়ন পেতে প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল। আসনটি মহানগরীর খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত।
নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে এরই মধ্যে সব এলাকা ভরে গেছে শেখ সালাহউদ্দিনের ব্যানার-ফেস্টুনে। গণসংযোগ ও প্রচারণার কাজে গতকাল বৃহস্পতিবার খুলনা সফর করেন সালাহউদ্দিন। সফরকালে মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় খুলনা-২ আসনের প্রার্থী হিসেবে তাঁকে সমর্থন জানান দলীয় নেতাকর্মীরা।
সজ্জন ব্যক্তি হিসেবে শেখ সালাহউদ্দিন জুয়েলের গ্রহণযোগ্যতা আছে। এর আগে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও দীর্ঘদিন তিনি খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতির সভাপতি ছিলেন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে খুলনার ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনমত সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তিনি।
এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আলহাজ মিজানুর রহমান। ২০০৮ সালে সামান্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হলেও ২০১৪ সালে মিজানুর রহমান এ আসনে নির্বাচিত হন। কিন্তু দলীয় কোন্দল বর্তমানে তাঁকে কোণঠাসা করে ফেলেছে।
অতীত নির্বাচনী ফলাফল অনুসারে খুলনা-২ আসনটি বিএনপির নিশ্চিত আসন হিসেবে পরিচিত। ২০০১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ আসনে বিজয়ী হন। ১৯৯৬ ও ২০০৮ সালে নির্বাচিত হন যথাক্রমে সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী ও বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।