বিজিবি-বিএসএফের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/09/24/photo-1443095833.jpg)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) নিজেদের মধ্যে ঈদ উপহার বিনিময় করেছে।
আজ যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি ও বিএসএফ প্রতিনিধিরা দুই মহাপরিচালকের পক্ষে এই ঈদ উপহার বিনিময় করেন।
বিএসএফের পক্ষ থেকে বিজিবির মহাপরিচালককে ঈদ উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে বিএসএফের মহাপরিচালককে।
বিজিবির যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিবছর ঈদ উপলক্ষে উভয় বাহিনীর মধ্যে ঈদ উপহার বিনিময় হয়ে থাকে।