জামালপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
জামালপুর সদরের বাঁশচড়া এলাকায় আজ রোববার সন্ধ্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুর সদর থানার অধীন নরুন্দি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নূরুল্লাহ জানান, নিহত শিশুর নাম আশা (৯)। সে বাঁশচড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। আশার বাবা বাঁশচড়া গ্রামের আশরাফ আলী পুলিশকে জানিয়েছেন, আশাকে বাড়িতে রেখে তাঁরা আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। আজ সন্ধ্যার পর তাঁরা বাড়ি ফিরে দেখতে পান, আশা গলায় ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এসআই নূরুল্লাহ জানান, এটা হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। তার লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।