সলঙ্গার জুয়া ও মাদক বন্ধে মানববন্ধন

সিরাজগঞ্জের সলঙ্গার ঘুড়কায় জুয়া ও মাদক বন্ধের দাবিতে আজ রোববার মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের সলঙ্গার ঘুড়কায় জুয়া ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ঘুড়কা বাজার যুব সংঘের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, দোকান মালিক, শিক্ষক, যুবসমাজ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টায় ঘুড়কা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়।
যুব সংঘের সভাপতি শরিফুল ইসলাম রোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ওসমান গনি, বিশিষ্ট সমাজসেবক অসীম কুমার দাস, শাহ আলম ভুঁইয়া, ক্যাবল অপারেটর মামুন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা দিপন দাস, শহিদুল ইসলাম, শাহজাহান আলী, আব্দুল্লাহ আলম মামুন, আবু সাঈদ, রামকৃঞ্চ দাস প্রমুখ।
পরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানববন্ধনে জুয়া ও মাদক বন্ধের আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচি শেষে একটি র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।