গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সামরিক কর্মকর্তা

গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সামরিক কর্মকর্তা। আজ সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
যোগদানকারী সাবেক সেনা কর্মকর্তা হলেন মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ শহিদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) এএফএম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) মো. ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ ও স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।
ড. কামাল হোসেন অন্য কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ফুল দিয়ে সাবেক সামরিক কর্মকর্তাদের দলে স্বাগত জানান। তিনি বলেন, দেশের কঠিন এ সময়ে দলকে আরো শক্তিশালী করার জন্য সাবেক সামরিক কর্মকর্তারা গণফোরামে যোগ দিয়েছেন। আমরা সেনাবাহিনী ও বিমান বাহিনীর ১০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাগত জানিয়েছি। তারা গণফোরামে যোগদানের মাধ্যমে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করেছেন। আমরা দেশ এবং গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করব। গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্ট দেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যে আন্দোলন করছে এখন থেকে সাবেক এই সেনাকর্মকর্তারাও সে আন্দোলনে সম্পৃক্ত হলেন।
এ সময় গণফোরামে যোগদানকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার ফরিদুল আকবর বলেন, দেশের মঙ্গলের উদ্দেশ্যেই ড. কামালের আদর্শকে শ্রদ্ধা জানাতেই তাঁরা গণফোরামে যোগ দিয়েছেন।
যোগদানের সময় গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক, এএইচএম শফিকউল্লাহ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক ও নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) আমিন আহমেদ আফসারিসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া গতকাল রোববার গণফোরামে যোগ দেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে হবিগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ড. কামালের কাছে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।