বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। একই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।
এ ছাড়া আজ বুধবার শেষ দিনে বগুড়ার সাতটি আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা।
আজ দুপুর পৌনে ১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের কাছে তাঁর কার্যালয়ে বগুড়া সদর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়ার পৌর মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাসহ দলের অন্যান্য নেতা।
অন্যদিকে দুপুর ১টায় মহাজোটের পক্ষে বগুড়া সদর-৬ আসনে মনোনয়নপত্র জমা দেন বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর।