মাশরাফির পক্ষে মনোনয়ন দাখিল করলেন আ.লীগের নেতারা

ক্রিকেটার মাশরাফির পক্ষে নড়াইল-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।
আজ বুধবার নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসসহ দলীয় নেতারা।
মাশরাফির মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও মাশরাফি ভক্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। দুপুরে মনোনয়নপত্র দাখিলের সময় জেলা প্রশাসকের কার্যালয় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মাশরাফি বিন মর্তুজাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা নড়াইলবাসী একযোগে মাশরাফির পক্ষে কাজ করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব।’
মাশরাফির পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের নেতারা। ছবি : এনটিভি
সুবাস আরো বলেন, ‘আমাদের দল ও অঙ্গসংগঠনের পাশাপাশি জনগণও আমাদের সাথে আছে।’
এ সময় সাবেক সংসদ সদস্য সাঈফ হাফিজুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, যুবলীগ নেতা মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধনসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমার পর দলীয় নেতারা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে নেমে নিচে এসে বিজয়সূচক ‘ভি চিহ্ন’ দেখান।
নড়াইল-২ আসনটি নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন, একটি পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছে তিন লাখ ১৭ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৮৭ জন এবং নারী ভোটার এক লাখ ৬০ হাজার ৬২৪ জন।