জিয়াউর রহমানের জন্মভূমিতে বিএনপির প্রার্থী নেই

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। ওই আসনে বিএনপির পক্ষে আরো দুইজন মনোনয়নপত্র জমা দেন। তাঁদের প্রার্থিতাও বাতিল হয়েছে।
এতে বগুড়া-৭ আসনে বিএনপির আর কোনো প্রার্থী রইল না। এই এলাকাতেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান।
বগুড়ার সাতটি আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ।
বগুড়া -৭ আসনে বিএনপির পক্ষে খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়ন জমা দেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ মিল্টন এবং শাহজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল। স্বপদ থেকে পদত্যাগ না করায় উভয়ের প্রার্থিতা বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া বগুড়া-৬ সদর আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর মেয়র মাহবুবর রহমানেরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। ওই আসনে প্রার্থী হিসেবে থাকলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ বলেন, ‘দুই বছর বা এর অধিক সাজা হলে সে সাজা আপিল আদালতে স্থগিত না হলে সেক্ষেত্রে তিনি নির্বাচনের যোগ্য হবে না। সেজন্য মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করছি।’