মিনায় পদদলন : চিকিৎসাধীন অবস্থায় নীলফামারীর এক হাজির মৃত্যু

হজ পালনের সময় মিনায় পদদলিত হয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নীলফামারীর হাজি আবদুল মজিদ। তিনি জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের দোহালীপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার তিনি মিনার একটি হাসপাতালে মারা যান বলে স্বজনরা জানিয়েছেন।
হাজি আবদুল মজিদের মৃত্যুর খবর আসার পর নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। নাওয়া-খাওয়া ছেড়ে স্বজনদের মাঝে চলছে কেবলই বিলাপ।
নিহতের স্বজনরা জানিয়েছেন, নিজের ইচ্ছানুযায়ী এ বছর তিনি হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান। হজের শেষ পর্যায়ে মিনা ট্রাজেডির দিন তিনি ঘটনাস্থলে মাটিতে পড়ে যান। পরে তাঁর ওপর দিয়ে শত শত হাজি হেঁটে যায়। একপর্যায়ে স্বেচ্ছাসেবকরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সে দেশের স্থানীয় সময় রাতে তিনি মারা যান। তাঁর সফরসঙ্গীরা এ খবর নিহতের বাড়িতে আজ বুধবার জানান। হাজি মজিদের সফরসঙ্গীরা জানিয়েছেন, সৌদি আরবের স্থানীয় সময় আজ বুধবার সকাল ১০টায় নিহত হাজি আব্দুল মজিদের জানাজা হয়েছে।
এ ব্যাপারে হাজি মজিদের নিকটাত্বীয় আরিফুর রহমান রাজা বলেন, ‘আমরা তাঁর সফরসঙ্গীদের কাছ থেকে বিষয়টি জেনেছি।’