কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ তারেক (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি একজন জলদস্যু।
আজ বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার মগনামা এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত তারেক কুতুবদিয়ার উত্তর ধুরংয়ের বাসিন্দা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণায়ের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু দিদারের নেতৃত্বাধীন ‘দিদার বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করেছে র্যাব।
র্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান দাবি করেন, সম্প্রতি জলদস্যুরা সাগর থেকে কয়েকটি মাছ ধরার বোট অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। সেই মুক্তিপণ আদায় করতে আজ ভোরে তারেকসহ একদল জলদস্যু মগনামায় গেলে র্যাবের একটি টহল দল অভিযান চালায়।
‘সে সময় র্যাবের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তারেকের মরদেহ উদ্ধার করা হয়।’
র্যাব আরো দাবি করে, এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ২৩ রাউন্ড গুলি ও চার রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে।