চারঘাটে ভূমি অফিসে আগুন

রাজশাহীর চারঘাট উপজেলা ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের চেয়ার-টেবিলসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজ পুড়ে গেছে ।
আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে চারঘাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
খবর পেয়ে সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. দেওয়ান মোহাম্মদ শাহরিয়ার ফিরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিন, সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তূজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিন জানান, ভোরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের কক্ষের জানালা ভেঙে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিস-সহায়ক শরফুদ্দিন ও খণ্ডকালীন অফিস-সহায়ক মামুন অফিসে ঘুমিয়েছিলেন। সার্ভেয়ারের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে তালা খুলে দেখেন আগুন জ্বলছে। এ সময় নিজেরাই পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু এর আগেই ওই কক্ষে থাকা চেয়ার-টেবিলসহ গুরুত্বপূর্ণ কিছু ফাইল পুড়ে যায়।
ইউএনও আরো জানান, সার্ভেয়ারের কক্ষে চারঘাটবাসীর জমিজমা-সংক্রান্ত কাগজপত্র থাকে। আগুনে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ শাহরিয়ার ফিরোজ বলেন, ভূমি অফিসে এভাবে আগুন দেওয়া খুবই দুঃখজনক। আগুনে জমির কাগজপত্র পুড়ে গেলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তূজা বলেন, আগুন দেওয়ায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।