মিনায় পদদলিত হয়ে পাঁচবিবির একজনের মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরের পৌর এলাকার গোহাটি মহল্লার আইয়ুব হোসেন মণ্ডল (৬৫) নামে এক হাজি মারা গেছেন বলে তাঁর পরিবার দাবি করেছে।
আজ বৃহস্পতিবার নিহতের মেয়ে সুস্মিতা মণ্ডল ও তাঁর ভাতিজা পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, সৌদি আরব থেকে এক আত্মীয়ের পাঠানো ছবি দেখে পরিবারের সদস্যরা আইয়ুব হোসেন মণ্ডলকে শনাক্ত করেছেন।
আইয়ুব হোসেন মণ্ডলের আকস্মিক এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এখন পরিবারে চলছে শোকের মাতম।
পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের জানান, আইয়ুব হোসেন মণ্ডল ও তাঁর সহধর্মিণী মোছাম্মৎ মাহমুদা বেগম হজ করতে যান। গত ২৪ সেপ্টেম্বর শয়তানকে পাথর নিক্ষেপ শেষে ক্যাম্পে ফেরার পথে দলছুট হয়ে নিখোঁজ হন আইয়ুব হোসেন।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসী এক আত্মীয় আজ বৃহস্পতিবার আইয়ুব হোসেন মণ্ডলের ছবি পাঠান। ওই ছবি দেখে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন জানান, বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে সরকারিভাবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।