নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর

নড়াইল-২ আসনে (সদর ও লোহাগড়া) ২০ দলীয় জোটের ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আজ সকালে লোহাগড়া উপজেলা কার্যালয় থেকে প্রচারণা শুরু করে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা। বিকেলে এই স্থানে একটি কর্মিসভা হওয়ার কথা ছিল। দুপুরে সবাই খেতে গেলে, কয়েকজন এসে লাঠি ও লোহার রড দিয়ে কার্যালয়ের ভিতরে এলোপাতাড়ি ভাঙচুর চালায়। এ সময় অফিসের আসবাব, চেয়ার-টেবিল ভেঙে ফেলা হয়।’
পরে বিকেলের কর্মিসভা বাতিল করেন তাঁরা। এ ঘটনায় স্থানীয় যুবলীগকে দায়ী করছে বিএনপি। তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন লোহাগড়া উপজেলা যুবলীগের সহসভাপতি রবিউল কবির।
আজ নড়াইল-২ আসনের (লোহাগড়া) ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
ফরিদুজ্জামানের বাড়ি লোহাগড়া পৌর এলাকার কুন্দশী গ্রামে। তিনি ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান।
নির্বাচনে ফরিদুজ্জামানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, জেএসডির (রব) ফকির শওকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম নাসির উদ্দিন, ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান ও এনপিপির (ছালু) মো. মনিরুল ইসলাম।