বেলকুচিতে অজ্ঞাত প্রাণীর কামড়ে আহত ৭

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে অজ্ঞাত প্রাণীর কামড়ে কমপক্ষে সাতজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কামড়ে আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কয়েকজন জানান, তামাই কুঠিপাড়া কবরস্থানের ভেতর থেকে শিয়ালের মতো দেখতে একটি প্রাণী সন্ধ্যার পর পাড়া-মহল্লায় ঢুকে মানুষজনকে কামড়াতে থাকে। পরে আহত ব্যক্তিদের চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী জানান, ‘আমি অজু করতে যাইতেছি। এই সময় আইসল। এইসে আমাক পায়ে কামড় দিল। আমি হাতে ধরলাম। আমার হাতে কামড় মারসে।’
ওই ব্যক্তি জানান, প্রাণীটার মুখটা লম্বা। লেজ ছোট। দেখতে হায়েনার মতো।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফয়সাল আহমেদ এনটিভিকে বলেন, ‘ওদের (রোগী) কথামতো হচ্ছে, বলতেসিল যে, কবরস্থান থেকে একটা জন্তু, কুকুরের মতো, লেজটেজ নাই। তো, কুকুর অথবা শেয়াল এ টাইপের কোনো একটা জন্তু হবে।’ তিনি আরো বলেন, ‘যেভাবে কামড় দিছে, হিংস্র একটা জন্তুর কামড়ই আরকি। এ ক্ষেত্রে আমরা ভ্যাকসিন যেইটা দিই, ওগুলো দেওয়া হইছে। প্লাস অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট (চিকিৎসা) দেওয়া হইছে। এটা সাফিসিয়েন্ট (যথেষ্ট)।’