বনায়নের দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে সামাজিক বনায়ন কর্মসূচিতে উপকারভোগীর তালিকায় নাম অন্তর্ভুক্তির নামে গ্রামবাসীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই কাজে যুক্ত ধামইরহাট উপজেলার বন বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক ও উপকারভোগী আবু বক্কর সিদ্দিকের শাস্তি দাবি করে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। গত বুধবার দুপুরে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত।
মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান। মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে মাহফুজুল ইসলাম, কাজেম উদ্দিন, আব্দুল গফ্ফার প্রমুখ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
মানববন্ধনকারী গ্রামবাসীর অভিযোগ, মাস ছয়েক পূর্বে লক্ষ্মণ চন্দ্র ভৌমিক ও তাঁর সহযোগী আবু বক্কর সিদ্দিকসহ কয়েক জন সামাজিক বনের উপকারভোগীর নতুন তালিকায় নাম অন্তর্ভুক্তির আশ্বাস দিয়ে ধামইরহাট উপজেলার অনেক মানুষের কাছ থেকে ঘুষ নেন। প্রতারণার মাধ্যমে তাঁরা এলাকার পাঁচশর বেশি গ্রামবাসীর কাছ থেকে ১০ হাজার টাকা উৎকোচ নেন। দীর্ঘ ছয় মাস অতিবাহিত হলেও ওইসব গ্রামবাসীর নাম বনের উপকারভোগীর তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
অনেক গ্রামবাসী আরো অভিযোগ করেন, স্থানীয় বনের উপকারভোগী আবু বক্কর সিদ্দিকসহ কিছু প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে বন বিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক অনিয়ম-দুর্নীতি করে চলছেন। এরই মধ্যে তাঁরা আলমপুর ইউনিয়নের ১১ নম্বর মৌজা এলাকার প্রায় ৫০ লাখ টাকা মূল্যের সরকারি বাগান কেটে উজাড় করেছেন। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মানববন্ধন শেষে বন বিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিকের দ্রুত অপসারণ ও উপকারভোগী আবু বক্কর সিদ্দিকের গ্রেপ্তার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন আহম্মেদের কাছে স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।
অভিযোগের ব্যাপারে ধামইরহাট বন বিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিকের সঙ্গে কথা বলার জন্য বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্রর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, বন বিট কর্মকর্তা ও উপকারভোগীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মানববন্ধনের বিষয়টি জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।