কালিহাতী ও ঘাটাইলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইল উপজেলার কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল ৬টা থেকে জারি হওয়া এ ১৪৪ ধারা রাত ১০টা পর্যন্ত বলবৎ থাকবে।
স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠে পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে এ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী আজ দুপুরে এনটিভি অনলাইনকে জানান, তিনি প্রতিবাদ সভা ডাকার পর ১৪৪ ধারা জারির কোনো নোটিশ পাননি।
অন্যদিকে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহেরুল ইসলাম তালুকদার বলেন, কোনো রাজনৈতিক দলের কারণে কালিহাতীর পরিবেশ অশান্ত করতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন না করলে যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা ঠিক রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত তারা।
কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠ, কালিহাতী বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকা এবং ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারসহ এর আশপাশের এলাকায় এ আদেশ বলবৎ আছে বলেও জানান পুলিশ সুপার।
এর আগে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন জানান, সম্প্রতি কালিহাতীতে ছেলের সামনে মায়ের ধর্ষণের প্রতিবাদে এলাকাবাসীর মিছিলে পুলিশের গুলিতে নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার বিকেল ৩টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগ সমাবেশের ডাক দেয়। একই সময়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার এই সমাবেশ প্রতিহত করতে পাল্টা সমাবেশের ডাক দেন। সহিংসতার আশঙ্কায় এসব এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।