পাটের সোনালি দিন ফিরে আসছে : প্রতিমন্ত্রী
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলার সোনালি ফসল পাটকে ধ্বংস করতে ষড়যন্ত্র শুরু হয়েছিল। পঁচাত্তরের পর যত সামরিক সরকার ক্ষমতায় এসেছে তারা সবাই একে একে পাটশিল্পকে ধ্বংস করেছে। খালেদা জিয়া সরকারে এসে বিশ্বের বৃহত্তম আদমজী জুটমিল বন্ধ করে দিয়ে এই শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের ৯০টি পাটকলের মধ্যে ৬০টি পাটকল বেসরকারীকরণের নামে লুটপাট করা হয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।
‘পাটের বহুমুখী ব্যবহারকে জনপ্রিয় করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেদিন আর বেশি দূরে নয় যেদিন এ দেশের কৃষক পাট ফসলকে সবচেয়ে মূল্যবান ফসল হিসেবে দেখতে পাবে।’ যোগ করেন মির্জা আজম।
আজ শুক্রবার জামালপুর বৈশাখী মেলা মাঠে পাঁচদিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নজরুল আনোয়ার, নাসিমা বেগম, মেজর জেনারেল (অব.) হুমায়ুন রশিদ, জেলা পুলিশ সুপার নিজাম উদ্দিন, জেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।
পাঁচদিনব্যাপী মেলায় পাটের তৈরি কাগজ, ব্যাগ, বস্ত্র, শোপিস, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের ৪৩টি স্টল বসেছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।