মেহেরপুরে বিএনপি প্রার্থীর প্রচারণায় হয়রানির অভিযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী কাজে বাধা, হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আজ শনিবার দুপুরে মেহেরপুরে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মেহেরপুর-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ অভিযোগ করে বলেন, নির্বাচনে পোলিং ও প্রিজাইডিং কর্মকর্তাসহ আনসার নিয়োগে আওয়ামী লীগ দলীয়দের নেওয়া হচ্ছে। আমাদের নির্বাচনী কার্যালয় ও প্রচারণার মাইক ভেঙে ফেলাসহ গ্রামে গ্রামে পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। নয়টি গায়েবি মামলায় ৩ হাজার জনকে আসামি করে গ্রামে গ্রামে পুলিশি গ্রেপ্তার চলছে। বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিরোধী ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে বলেও দাবি করেন অরুণ।
এ সময় আসন্ন নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সব কর্তৃপক্ষের সহযোগিতা চান বিএনপির এই প্রার্থী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।