মিনা দুর্ঘটনার পর থেকে নিখোঁজ কিশোরগঞ্জের দম্পতি

সৌদি আরবে হজ পালনের সময় মিনায় পদদলনের ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন কিশোরগঞ্জের এক দম্পতি। গত ২৪ সেপ্টেম্বরের পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাননি স্বজনরা।
নিখোঁজ দম্পতি হলেন সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার কর্মকর্তা কাজী আনোয়ারুল মতিন (৫৯) ও তাঁর স্ত্রী মাজেদা আক্তার খানম (৫০)। কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় বাস করতেন তাঁরা।
হজ পালনের উদ্দেশে গত ২৩ আগস্ট একটি বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে মক্কা যান আনোয়ারুল মতিন-মাজেদা আক্তার।
এই দম্পতির বড় ছেলে প্রকৌশলী আজমল আনোয়ার ইমন বলেন, ‘মিনার দুর্ঘটনার পর থেকে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস, সংশ্লিষ্ট হজ এজেন্সি ও কাফেলার অন্যদের সাথে বারবার যোগাযোগ করা হয়। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি।’
এই দম্পতির আত্মীয় সাবেক ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান ঠাকুর বলেন, সৌদি আরবে পৌঁছার পর থেকে প্রায় প্রতিদিনই তাঁদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ হতো। কিন্তু মিনার দুর্ঘটনার পর থেকে তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বহু চেষ্টা করেও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।