মাশরাফিকে বরণ করে নিল নড়াইলবাসী

বিশেষভাবে সজ্জিত একটি নৌকায় চড়ে মধুমতি নদী পার হয়ে কালনা ঘাটে দিয়ে নড়াইলে এসেছেন মাশরাফি বিন মোর্তজা। এ সময় হাজারো মাশরাফি ভক্তসমর্থক তাঁকে বরণ করে নেন। নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আজই প্রথম নড়াইলে পা রাখলেন তিনি। এ কারণে ভক্তসমর্থকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।
শনিবার দুপুর আড়াইটার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট হয়ে সংসদীয় এলাকায় প্রবেশ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ সময় মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ও দুই সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।
নড়াইলে ঢুকেই কালনাঘাট এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য দেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকরর্মীরা। পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র বিশ্বাস জাহাঙ্গীর আলম, দলের লোহাগড়া উপজেলা সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, চেয়ারম্যান ফয়জুর আলম লিটু, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল ও সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ।
পরে কুন্দসীর মোড়, এড়েন্দা বাসস্ট্যান্ড, দত্তপাড়া বাসস্ট্যান্ড, নাকসী-মাদ্রাসা বাজার বাসস্ট্যান্ডে পথসভা এবং নড়াইল শহরের পুরাতন বাস টার্নিমালের বঙ্গবন্ধু চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন মাশরাফি।
মাশরাফির জন্য নৌকায় ভোট চেয়ে বিশাল শোভাযাত্রা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মুর্তজার জন্য ভোট চেয়ে নড়াইল শহরে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ‘মাশরাফির অনুসারী’ ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনের আয়োজনে শহরের রূপগঞ্জ শিবশংকর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক জোটের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ শোভাযাত্রা।
ক্রিকেটার মাশরাফি, চিত্রশিল্পী এস এম সুলতানসহ বিজয় সরকারের মতো অনেক গুণী ব্যক্তিদের ছবিসংবলিত প্ল্যাকার্ড ও কয়েকশ নৌকার প্ল্যাকার্ডে সজ্জিত হয়ে মাশরাফির জন্য নৌকায় ভোট চেয়ে বিশাল এ শোভাযাত্রাটি শহরের শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের চার কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে মাশরাফির বাসভবনের সামনে দিয়ে গিয়ে সরকারি বালক বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়। এ সময় কয়েকশ নারী-পুরুষ বাদ্যকারের জয়ঢাকের ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে নড়াইল শহর।
শোভাযাত্রাটিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুন্ডু, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, ‘মাশরাফি অনুসারী’র মুখপাত্র মো. জাহিদুল ইসলাম, জাতীয় মহিলা পরিষদ নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নারীনেত্রী আঞ্জুমান আরা, ইসমত আরা, জেলা পরিষদের মহিলা সদস্য নাজনীন সুলতানা রোজী, ক্রীড়া সংগঠক আব্দুর রশীদ মন্নুসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ শোভাযাত্রাটিতে অংশ নেন।