‘মাশরাফি এ গ্রামের জামাই, জামাইকে জেতাতে হবে’

‘কখনো এভাবে আসতে হবে, ভাবিনি। তারপরও আসছি। আমি এই গ্রামের মেয়ে, মাশরাফি আপনাদের এ গ্রামেরই জামাই। তাঁর জন্য নৌকা মার্কায় ভোটের জন্য আসছি। কিন্তু এভাবে আপনাদের কাছে ভোট চাইতে হবে, আমি এটা চিন্তাও করি না। কারণ, জামাইকে জেতাতে হবে, এই ইচ্ছাটা আপনাদের সবার ভেতর আছে।’
নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি। এ সময় তাঁর পাশে ছিলেন ক্রিকেটার মাশরাফি। সুমনা জানান, লাহুড়িয়া ইউনিয়নেই তাঁর বাবার বাড়ি।
নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনে মাশরাফির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তাঁর স্ত্রী সুমনা। সদর উপজেলার আলাদাতপুর এলাকা থেকে শুরু করে লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজার, নলদী, নোয়াগ্রাম, জয়পুর, লাহুড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেন মাশরাফি। এ সময় একাধিক সভায় বক্তব্যও দেন সুমনা হক।
লাহুড়িয়ায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় সুমনা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে (মাশরাফি) নমিনেশন দিয়েছেন আপনাদের সেবার জন্য। আপনারা সেই সুযোগটা দেবেন।’
সুমনা আরো বলেন, ‘আর কয়েকটা দিন বাকি আছে নতুন বছরের। ২০১৯ সালের প্রথম যে সূর্যটা উঠবে, সেটা নড়াইলের উন্নয়নের সূর্য হোক। অবহেলিত নড়াইল কথাটা যেন আর শুনতে না হয়, উন্নয়নশীল নড়াইল হয়। সে লক্ষ্যই থাকবে তাঁর। আপনারা সেই সুযোগটা করে দেবেন এবং নৌকা মার্কায় তাঁকে নির্বাচিত করবেন।’